Sunday, August 06, 2006

পাঠকের প্রতি

এই কবিতার পাঠক,
তুমি কখনও পড়েছ,
নিজেকে নিয়ে লেখা?

এই যে তুমি
অফিসের শেষে নিজেকে
ছড়িয়ে দিলে ঘামে
বাসে আসতে আসতে
দু লাইন মাথায় এসেছিল
কিন্তু বাড়ি এসে ভুলে গেলে
বেমালুম;
ছোটবেলায় ভেবেছিলে নাবিক হবে
(পাশে একজন বকবক করছে
তুমি কোনরকম হাসলে---)

একবার শক্তি চট্টোপাধ্যায় কে দেখে
লিখে ফেলেছিলে অনুপ্রাণিত কিছু শব্দ
কেউ পড়ে দেখেনি;

বাড়ি ফিরে জামাকাপড় ছেড়ে,
চান করে এসে
একটা ম্যাগাজিন তুলে নিলে হাতে
একটা তরবারি তুলে নিলে হাতে
একটা অদৃশ্য মোড়ক জড়িয়ে নিলে গায়ে---

এই কবিতা টা পড়ছ এখন---

পড়েছ কখনও এমন?
তোমাকে নিয়ে লেখা?